পূর্বশিখা রির্পোট:
গুচ্ছ পদ্ধতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ২০২১/২২ শিক্ষা বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের-খ ইউনিটে প্রথম স্থান অর্জন করেছেন চাটখিলের রাফিদ হাসান সাফওয়ান। গত ২৪ অক্টোবর (রোববার) দেশের ২২টি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় ৬৫হাজার ৫১৮জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। তার মধ্যে সাফওয়ান ১০০নম্বরে ৯৩.৭৫নম্বর পেয়ে দেশসেরা হন। তিনি ঢাকার ডেমরার দারুন নাজাত ছিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পরীক্ষায় উর্ত্তীন হন।
তার বাবা নোয়াখালী জেলার চাটখিল হীরাপুর আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মো. রাকিব উদ্দিন ও মা ডা. কামরুন নাহার। সাফওয়ানের বাবা দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন। তিনি জানান, সাফওয়ানের আইন বিষয়ে লেখাপড়া শেষ করে ভবিষ্যতে বিচার বিভাগে কাজ করার ইচ্ছে রয়েছে। সাফওয়ান চাটখিল পৌরসভার ৬নং ওয়ার্ড ধামালিয়ার বাসিন্দা।
наваждение