নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪জন নিহত হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার বজরা ইউনিয়েনের বজরা বাজারের দক্ষিণে মোটুবী নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো সোনাইমুড়ীর রসুলপুরের আবদুল হকের ছেলে পারবেজ (২৮), কেশবপুরের মামুনুর রহমান (৪৫), বেগমগঞ্জের মিরওয়ারিশপুর গ্রামের খোকন চন্দ্র ঘোষের ছেলে সুশান্ত চন্দ্র ঘোষ (২৭), যশোরের কোতোয়ালী থানার বালিয়া বেকটিয়া গ্রামের গোলাম মোহাম্মদের ছেলে জসিম (২৬)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেগমঞ্জের চৌমুহনী থেকে সোনাইমুড়ীর দিকে আসা একটি পিকআপ ভ্যান বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি চালকসহ ৪জন গুরুতর আহত হয়। এ সময় স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।
সোনাইমুড়ি থানার ওসি হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, এই ব্যাপারে সোনাইমুড়ি থানায় মামলা হয়েছে এবং ময়না তদন্তের পর নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
превентивный
bit.ly/3MDi3Jc