পূর্বশিখা রির্পোট:
চাটখিল উপজেলার ৯নং খিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি সালাহ উদ্দিন সুমন। সুমন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতার করার লক্ষ্যে রাত-দিন ভোটারদের বাড়িতে-বাড়িতে গিয়ে জনসংযোগ করে যাচ্ছেন।
সুমন ছাত্রজীবন থেকে রাজনীতি ও সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। সমাজ সেবা সহ বিভিন্ন কর্মকান্ডে জড়িত থেকে যুব সমাজের আস্থাভাজন হিসেবে পরিচিতি লাভ করেছেন। সুমন স্থানীয় সংসদ সদস্য এইচ.এম ইব্রাহীম সহ নেতৃবৃন্দের আস্থাভাজন হতে সক্ষম হয়েছেন।
সালাহ উদ্দিন সুমন পূর্বশিখা কে জানান, বিগত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করার জন্য মনোনয়ন পত্র জমা দিলেও দলের শীর্ষ নেতৃবৃন্দের অনুরোধে তিনি পরবর্তীতে নির্বাচন থেকে সরে দলের প্রার্থীর পক্ষে কাজ করেছেন। তাই তিনি এবার দলীয় মনোনয়ন পাবেন এবং দল তাকে মূল্যায়ন করবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি আরো বলেন নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার লক্ষ্যে আমি জনসংযোগ করে বুঝতে পেরেছি জনগণের ভালোবাসা ও সমর্থন আমার প্রতি রয়েছে। আমি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করলে বিপুল ভোটে বিজয়ী হতে পারব।
সালাহ উদ্দিন সুমন দলীয় নেতৃবৃন্দের সহযোগিতা ও এলাকাবাসীর দোয়া চেয়েছেন।
Просмотр сериалов
декамерон китоби узбек тилида