জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক ও নোয়াখালীর চাটখিল উপজেলার ১ নং শাহাপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান এস.এম আনসার উদ্দিন বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্ন ইলাহি রাজেউন)। আনসার উদ্দিন চেয়ারম্যানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার চাচাতো ভাই ছাত্রনেতা শাওন মুন্সি।
জেএসডি কেন্দ্রীয় সাধারন সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন জানান, আনসার উদ্দিন চেয়ারম্যানের প্রথম জানাযা ঢাকার আরামবাগ কলোনী জামে মসজিদ মাঠে বৃহস্পতিবার বাদ আসর অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ নোয়াখালীর চাটখিলে নিয়ে আসা হবে। আগামীকাল শুক্রবার সকাল ৯টায় উপজেলার সোমপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে তার নিজ বাড়িতে তৃতীয় জানাযার পরে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।