নোয়াখালীর চাটখিলে প্রচন্ড গরমে বিদ্যুতের অব্যাহত লোডশেডিং এর কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত একমাস থেকে বিদ্যুতের চরম লোডশেডিং এর ফলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এসব শিল্প মালিকরা লোকসানের কবলে পড়তে হচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের পড়ালেখায় মারাত্মক ব্যাঘাত ঘটছে।
চাটখিল পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, এখানে ৮৯হাজার গ্রাহক রয়েছে। ১৪টি পিডারের মাধ্যমে এদের বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। দিনে ২৮মেঘাওয়াট ও রাতে ৩৪ মেঘাওয়াট বিদ্যুতের চাহিদা থাকে। এই চাহিদার গড়ে ৬০শতাংশ বিদ্যুৎ পাওয়া যায়। ফলে ৪০ শতাংশ বিদ্যুৎ ঘাটতির কারণে লোডশেডিং চরম আকার ধারন করছে।
চাটখিল পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. মহি উদ্দিন মোশাহেদুল্লাহ জানান, বর্তমানে সারা দেশে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন না থাকায় চাটখিলেও চাহিদানুযায়ী বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। তাই চাটখিলে দৈনিক ৮-১০ঘন্টা লোডশেডিং করতে হচ্ছে।
экзальтированный
праздность
Новый сериал