আজ- শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ | ১৯শে পৌষ, ১৪৩১     

 আজ -শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫  | ১৯শে পৌষ, ১৪৩১ | ২রা রজব, ১৪৪৬                                                   রাত ২:০০ - মিনিট |

 

Homeগ্রাম-বাংলানোয়াখালীতে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তরুণের মৃত্যু

নোয়াখালীতে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তরুণের মৃত্যু

রুবেল হোসেন (পূর্বশিখা ডেস্ক) রিপোর্ট :

নোয়াখালীর সদর উপজেলায় বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত মো. রায়হান হোসেন (২৩) উপজেলার দাদপুর ইউনিয়নের বারাহীপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে।

শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যার পরে উপজেলার কালাদরপ ইউনিয়নের সোনাপুর টু রামগতি সড়কের নুরু পাটোয়ারী হাট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নুরু পাটোয়ারী হাট থেকে সোনাপুরের উদ্দেশে রায়হান নামের ঐ তরুণ মোটরসাইকেল নিয়ে রওনা হলে পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে রায়হান আহত হয়। পরে রায়হান কে গুরুত্বর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি শনিবার রাতে জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে জানতে পেরেছে রায়হান মোটরসাইকেলর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গর্তে পড়ে যায়। বিপরীত দিক থেকে আসা কোন মোটরসাইকেলের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেনি। এরপরও লিখিত কোন অভিযোগ পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

রিলেটেড আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ সংবাদ

রিসেন্ট কমেন্টস