আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস – ২০২১ উদযাপন উপলক্ষ্যে চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ জয়ীতাকে সংবর্ধনা দেওয়া হয়। এই উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার নির্বাহী অফিসার এএসএম মোসার সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সেতু মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ারুল নাচের, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, চাটখিল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শোয়েব হোসেন ভুলু, কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, জয়ীতা মর্জিনা আক্তার।
সভা শেষে ৫ জয়ীতাকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত ৫জয়ীতা হচ্ছেন শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী উপজেলার সিংবাহুড়া গ্রামের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক নাদেরা হায়দার, সফল জননী নারী নারায়নপুর গ্রামের মনোয়ারা বেগম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মর্জিনা আক্তার, নির্যাতনে বিভীষিকা মুখে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে যে নারী ভাওর পাঁচগাঁও গ্রামের তানজিন আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী মলংচর গ্রামের রেহানা আক্তার।
тривиальный
Просмотр сериалов
осд 4 сезон
site