চাটখিল-সোনাইমুড়ী সড়কের চাটখিলের ভীমপুর মাকরাজ মসজিদের ত্রিমূখী সড়কে শুক্রবার (১৪ এপ্রিল) রাতে বেপরোয়া গতির মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৫জন গুরুতর আহত হয়েছে। দূর্ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উপজেলার মোহাম্মদপুরের মোঃ হারুন মোল্লার ছেলে মোটরসাইকেল চালক শারাফাত হোসেন (২৪) কে মৃত ঘোষণা করেন।
আহতরা হচ্ছে- বদলকোট ইউনিয়নের মো: সুমনের ছেলে সমর (১৮), মোহাম্মদপুর গ্রামের মনির হোসেনের ছেলে মো: তানভীর হোসেন (১৭), আবুল বাহারের ছেলে সাকিবুল হাসান (১৭), জুদাপুর গ্রামের আলী হোসেনের ছেলে ইমাম হোসেন (২০) ও কুমিল্লার মনহরগঞ্জের সাহেব আলীর ছেলে মো: রুবেল হোসেন (২৪)। আহতরা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চাটখিল থানার এসআই মোঃ আবু কাউছার জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। তবে এবিষয়ে থানায় এখনো কোন মামলা হয়নি।