বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফানাইল খেলা এবং পুরস্কার বিতরণ মঙ্গলবার (২৮ জুন) বিকেলে চাটখিল পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম চাটখিল পিজি সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় কামালপুর ২-০ গোলে বিজয়ী হয়। অন্য দিকে কড়িহাটি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয় বনাম নারায়নপুর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়। এতে নারায়নপুর ১-০ গোলে বিজয়ী হয়।
খেলা শেষে পুরস্কার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার এটিএম এহছানুল হক চৌধুরী, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান, ৫নং মোহাম্মদপুর ইউনিয়ন চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুল প্রমুখ।