নোয়াখালীর চাটখিলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনী -২০২২ অনুষ্ঠিত হয়। আজ বুধবার চাটখিল পিজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৮টি প্রতিষ্ঠান অংশগ্রহন করে। সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পৌর মেয়র মোঃ নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু প্রমুখ।
পরে বিকেলে উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসা’র সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রদর্শণীতে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানগুলোর মাঝে পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সাইদুর রহমান।
конгениальность
1978
фильм судьба золтана карпати смотреть онлайн бесплатно в хорошем качестве