চাটখিল থানা পুলিশের অভিযানে বিএনপি’র ৩ নেতাকর্মী শুক্রবার রাতে গ্রেফতার হয়েছে। উপজেলা বিএনপি আহ্বায়ক এডভোকেট আবু হানিফ জানান, শনিবার (২৭ মে) নোয়াখালী জেলা বিএনপি’র আয়োজিত জনসভায় নেতাকর্মীর যোগদান ঠেকাতে পুলিশ শুক্রবার রাতে বাড়িতে বাড়িতে গিয়ে অভিযান চালিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- উপজেলার রামদেবপুর গ্রামের মৃত. রজ্জব আলীর ছেলে মোঃ আবদুর রহিম (৪৫), শিবরামপুর গ্রামের মোঃ শামছুল আলমের ছেলে নুর আলম (৩৬), পূর্ব শোশালিয়া গ্রামের আলী মিয়ার ছেলে সাইফুল ইসলাম মানিক (৪০)।
চাটখিল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন শনিবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক মামলা রয়েছে।