নোয়াখালীর চাটখিলে দিনের পর দিন ডায়রিয়ার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত ৪দিনে শতাধিক নারী-পুরুষ, শিশু ডায়রিয়া আক্রান্ত হয়েছে। এদের মধ্যে অনেকেই সরকারি-বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৪দিনে এখানে ডায়রিয়ায় আক্রান্তদের মধ্যে ৩০/৪০জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। এছাড়াও ২০জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খন্দকার মোশতাক আহমেদ জানান, ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধির অন্যতম প্রধান কারন হচ্ছে প্লাস্টিক বোতল বা ফিল্ডারের পানি পান করা। এসব পানি বিশুদ্ধ নয়। এই জন্য পানি কমপক্ষে ১০মিনিট ফুটিয়ে পান করা একান্ত প্রয়োজন। তাই তিনি সবাইকে বিশুদ্ধ পানি পান করার পরামর্শ দেন।
Все сезон и серии
легенда синтопии смотреть
site