পূর্বশিখা রির্পোট:
চাটখিল উপজেলার ২নং রামনায়নপুর ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দক্ষিণ রামনারায়নপুরের রুহুল আমিনের ১লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার (০১ আগস্ট) দুপুরে চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল রায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় ও অবৈধ বালু উত্তোলন বন্ধ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল রায় জানান, ঐ গ্রামের মনির হোসেন রোববার রাতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্বে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে তিনি রাতেই বালু উত্তোলনকাী রুহুল আমিন কে বালু উত্তোলন বন্ধ রাখার নির্দেশ দেন। রুহুল আমিন নির্দেশ অমান্য করে রাতভর বালু উত্তোলন করেন। সোমবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর বিধান মতে অবৈধভাবে বালু উত্তোলনকারী রুহুল আমিনের ১লাখ টাকা জরিমানা আদায় এবং বালু উত্তোলন বন্ধ করা হয়।
এদিকে অভিযোগকারী মনির হোসেন জানান, অবৈধভাবে বালু উত্তোলন করে তার দখলীয় ভূমির উপর বালুর স্তুপ দিয়ে রুহুল আমিন ঐ ভূমি দখল করার অপচেষ্টা করে আসছে।
আজ -শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ | ১৯শে পৌষ, ১৪৩১ | ২রা রজব, ১৪৪৬ দুপুর ১২:৩৭ - মিনিট |
эфемерный
paper
Новый сериал
2207
олексій арестович біографія
site