চাটখিলে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপিত হয়েছে। রবিবার (০১ লা বৈশাখ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বের হয়ে পৌর শহরের প্রধান-প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় সংগীত এবং এসো হে বৈশাখ গান পরিবেশন ও মনোজ্ঞ সাংস্কৃকিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন, চাটখিল পৌর মেয়র মো. নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ বরণ করে নেয়।