নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১১ এর শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।জয়াগ প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার (২২ মার্চ) বিকেলে ঐ ব্যাচের শিক্ষার্থী ইব্রাহিম খলিল সুমনের সভাপতিত্বে ও গোলাপ হোসেন ফরহাদের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ং জয়াগ ইউনিয়নের চেয়ারম্যান শওকত আকবার পলাশ। বিশেষ অতিথি ছিলেন জগায় রশিদিয়া আলিম মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা হোসাইন আহমেদ কালিকাপুরী, জয়াগ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, ডা: রকি চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা শেষে ১২০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এবং সন্ধ্যায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।