চাটখিল উপজেলায় প্রথম নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন ৩৩তম বিসিএস ক্যাডারের ফাহমিদা মুস্তফা। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় ১৫৮ জন ইউএনওকে বদলির দুটি প্রস্তাব নির্বাচন কমিশনে (ইসি) পাঠালে কমিশন বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) এর অনুমোদন দেয়। তারমধ্যে গতকাল ১১০ ও আজ ৪৮ ইউএনও’র তালিকা ইসিতে পাঠানো হয়।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, অনুমোদিত ঐ তালিকায় চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া কে বাক্ষনবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বদলির আদেশ এবং কক্সবাজার জেলার রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা কে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দান করা হয়।