রুবেল হোসেন (পূর্বশিখা ডেস্ক):
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে মনোনীতদের তালিকা রবিবার (২৬ নভেম্বর) প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামীলীগ। এই তালিকা সাংবাদিক সম্মেলন করে প্রকাশ করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।
প্রকাশিত এই তালিকায় নোয়াখালীর ৬টি সংসদীয় আসনে দলীয় মনোনয়ন পেলেন নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনে এইচ.এম ইব্রাহিম, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) মোঃ মোরশেদ আলম, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) মো. মামুনুর রশিদ কিরন, নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) ওবায়দুল কাদের, নোয়াখালী-৬ (হাতিয়া) মোহাম্মদ আলী।
প্রসঙ্গত, নোয়াখালীর ৬টি সংসদীয় আসনের মধ্যে প্রথম ৫টি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন অপরিবর্তিত রয়েছে। তবে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বর্তমান সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের পরিবর্তে তাঁর স্বামী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীকে ২০২৪ সালের নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
দলীয় মনোনয়ন ঘোষণার পর রাতে জেলার সকল উপজেলা সদরে মনোনয়ন প্রাপ্তদের সমর্থনে তাদের অনুসারীরা আনন্দ মিছিল বের করে। কোথাও কোথাও মিষ্টি বিতরণ করতেও দেখা গেছে।