জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে চাটখিলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সোমবার সকালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট মৎস্য উৎপাদনে বাংলাদেশের সাফল্য, মৎস্য অধিদপ্তর কর্তৃক গ্রহীত বিভিন্ন কর্মসূচী ও পরিকল্পনা সহ মৎস্য বিভাগের বিভিন্ন অর্জন তুলে ধরেন। এসময় তিনি মৎস্য সপ্তাহ-২০২৩ এর কর্মসূচী ঘোষণা করেন।
মতবিনিময় সভা উপস্থিত ছিলেন- চাটখিল প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, সাংবাদিক মোঃ মামুন হোসেন, কামরুল কানন, রুবেল হোসেন সহ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।