আজ- শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ | ১৯শে পৌষ, ১৪৩১     

 আজ -শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫  | ১৯শে পৌষ, ১৪৩১ | ২রা রজব, ১৪৪৬                                                   রাত ৩:৪৭ - মিনিট |

 

Homeগ্রাম-বাংলানোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আবদুন নুর দুলালের সাংবাদিকদের সাথে...

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আবদুন নুর দুলালের সাংবাদিকদের সাথে মতবিনিয়ম

বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও আওয়ামীলীগ নেতা এডভোকেট আবদুন নুর দুলাল গতকাল শনিবার রাতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। চাটখিল পৌর শহরে স্থানীয় একটি চাইনিজ রেস্টেুরেন্টে এই মতবিনিময় সভায় চাটখিল ও সোনাইমুড়ীতে কর্মরত সাংবাদিকরা অংশ্রহন করেন।

মতবিনিময় সভার শুরুতে তিনি সাংবাদিকদের কাছ থেকে দেশের উন্নয়নের জন্য বিভিন্ন প্রশ্ন গ্রহন করেন। পরে নিজের বক্তব্যে এসব প্রশ্নের জবাব দেন। তিনি দীর্ঘ ৩০মিনিট ধরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অদ্যাবধি দেশের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু স্বাধীনতার যে চেতনা ছিল তা এখনো বাস্তবায়ন হয়নি। তিনি বলেন একটা স্বাধীন দেশ পরাধীন দেশের আইন দিয়ে চলতে পারে না। স্বাধীনদেশের উপযোগী প্রশাসন কাঠামো আজও গড়ে উঠেনি। স্বাধীন দেশেরউপযোগী আইন ও প্রশাসন গড়ে উঠলে মানুষ ন্যায় বিচার পাবে।

এতে দিনের পর দিন ধনী-দরিদ্র্যের বৈষম্য কমে আসবে। কিছু দূর্নীতিবাজ রাজনীতিবীদ ও বড়-বড় সরকারি কর্মকর্তাদের দূর্নীতির কারণে দেশের যে পরিমান উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি। এব্যাপারে তিনি দেশের সকল রাজনীতি দলের নেতাদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন এবং গত ১৫ বছরে দেশের অনেক উন্নয়নও হয়েছে সত্য তবে কিছু দূর্নীতিবাজ নেতাকর্মীর আচার-আচরণে ও ব্যবসায়ীদের দখলে রাজনীতি চলে যাওয়ার কারণে সঠিকভাবে উন্নয়ন কর্মকান্ড চলছে না। তিনি স্বচ্ছ রাজনীতির জন্য রাজনীতিবীদদের মনোনয়ন দেওয়া উচিত বলে তিনি মনে করেন। তিনি আরো বলেন এই আসনে আমাদের অনেক নেতা মনোনয়ন প্রত্যাশী। মাননীয় প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিবে আমরা সবাই তার পক্ষে কাজ করবো।

 

রিলেটেড আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ সংবাদ

রিসেন্ট কমেন্টস