নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ি উপজেলা প্রশাসন সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করে। সকাল ৮টায় চাটখিল পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। সকল সরকারি, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত এবং বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষ্যে দুপুরে চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া’র সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের উপজেলা পূর্বামঞ্চে এক সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ.এম ইব্রাহিম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি আলহাজ্ব জাহাঙ্গীর আলম, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, চাটখিল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উজ্জল রায়, চাটখিল পৌর মেয়র মো. নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম প্রমুখ। বাদ জুমা সকল মসজিদে বিশেষ মোনাজাত ও বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। বিকেলে উপজেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশ প্রীতি ভলিবল অনুষ্ঠিত হয়। এছাড়া সন্ধ্যায় পূর্বামঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার জুমার পরে সোনাইমুড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য এইচ.এম ইব্রাহীম, বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি আলহাজ্ব জাহাঙ্গীর আলম, উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, পৌর মেয়র নুরুল হক চৌধুরী। এছাড়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।