পূর্বশিখা রিপোর্ট:
সারাদেশের ন্যায় যথাযথ নিয়মে চাটখিল ও সোনাইমুড়ি ফায়ার স্টেশনে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২” এর উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার (১৫ নভেম্বর) দুই ফায়ার সার্ভিস স্টেশনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠানে জনগনকে সচেতনতার উপর গুরুত্বারোপ করা হয়।
চাটখিল ফায়ার স্টেশনে জাতীয় পতাকা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া। এসময় চাটখিল ফায়ার স্টেশনের সাব-অফিসার রফিকুল ইসলাম, লিডার আবুল কালাম সহ স্টেশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সোনাইমুড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জাতীয় পতাকা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনকালে স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম সহ স্টেশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।