৯বছর পর নোয়াখালীর চাটখিল পৌর আওয়ামীলীগের সম্মেলন বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে চাটখিল কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। পৌর সভাপতি বজলুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ.এম ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি আলহাজ্ব জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
সম্মেলনে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা আওয়ামীলীগের আহ্বায়ক খায়রুল আনম সেলিম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শহিদুল্লা খান সোহেল, চাটখিল উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর প্রমুখ।
বিকেলে সম্মেলনের ২য় পর্বে উপজেলা সভা কক্ষে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন করা হয়। প্রাপ্ত ভোটে শাহাজান খান বাবুল ১৩২ ভোট পেয়ে পৌর সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্ধি বর্তমান পৌর সভাপতি বজলুর রহমান লিটন ১০৪ ভোট পান। সাধারন সম্পাদক পদে সাইফুল ইসলাম সুমন চৌধুরী ১১১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি সাজ্জাত হোসেন মিল্টন ৯৬ ভোট পান।
বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোট চলাকালীন সময়ে স্থানীয় সংসদ সদস্য এইচ.এম ইব্রাহীম এমপি সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ ভোট গ্রহন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।