পূর্বশিখা রিপোর্ট
চাটখিল থানা-পুলিশের খিলপাড়া (তদন্ত) কেন্দ্রের ইনচার্জ এসআই কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম ( ১৫ অক্টোবর) শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ মামলার আসামীকে ৮১পিচ ইয়াবা সহ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামী দেওয়ান লিটন প্রকাশ চান মিয়া (৪৩) উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের সিদ্দিক উল্লাহর ছেলে।
এসআই কামরুজ্জামান জানান, চান মিয়ার বিরুদ্ধে সন্ত্রাসী, মাদক, শ্লীলতাহানি সহ ৬টি মামলা রয়েছে। মাদক আইনে চান মিয়ার বিরুদ্ধে আরেকটি মামলার প্রস্তুতি চলছে। রোববার সকালে আসামী চান মিয়াকে আদালতে প্রেরণ করা হবে।
Все сезон и серии