চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা -২০২২ এর পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পাঠ্যপুস্তক সংরক্ষনাগার ও শিক্ষক প্রশিক্ষণ ভবনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া’র সভাপতিত্বে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির। বিশেষ অতিথি ছিলেন চাটখিল পৌর মেয়র মো. নিজাম উদ্দিন ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু।
পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন, শাহাপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম স্বপন, তালতলা মহিলা আলীম মাদ্রাসার সুপার আশেকে এলাহী, মোহাম্মদপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ আহমেদ প্রমুখ। সভা শেষে ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ানদের মাঝে একটিভ গ্রুপের পৃষ্ঠপোষকতায় পুরস্কার বিতরণ করেন একটিভ গ্রুপের চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
кулёма
Новый сезон
208