আজ- শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ | ১৯শে পৌষ, ১৪৩১     

 আজ -শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫  | ১৯শে পৌষ, ১৪৩১ | ২রা রজব, ১৪৪৬                                                   রাত ২:১৯ - মিনিট |

 

Homeগ্রাম-বাংলাচাটখিলে ঘাতক জননী বাসের ধাক্কায় সাইকেল আরোহী মৃত্যু

চাটখিলে ঘাতক জননী বাসের ধাক্কায় সাইকেল আরোহী মৃত্যু

নোয়াখালীর চাটখিলে গতকাল রোববার দুপুরে সোনাইমুড়ি-রামগঞ্জ সড়কের ইসলামিয়া হাসপাতালের সামনে ঘাতক জননী বাসের (গাড়ীর নম্বর: ফেনী-জ ১১-০০১২) ধাক্কায় জহিরুল ইসলাম (৪৮) নামের এক সাইকেল আরোহী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইসলামিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরন করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।  জহিরুল ইসলাম চাটখিল পৌরসভার দৌলতপুরের মৃত. মোজাম্মেল হকের ছেলে ও স্থানীয় বাজারের চা দোকাদার।

স্থানীয় সূত্রে জানা যায়, রামগঞ্জ-সোনাপুর রুটে জননী বাস বেপরোয়া গতিতে চলাচলের কারণে প্রতিনিয়ত এমন দূর্ঘটনা ঘটে থাকে। এতে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছে অনেক পরিবার। স্থানীয়রা জননী পরিবহনের বিরুদ্বে আইনানুক ব্যবস্থা গ্রহনে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

রিলেটেড আর্টিকেল

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ সংবাদ

রিসেন্ট কমেন্টস