নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে শুক্রবার বিকেলে অনুদানের চেক বিতরণ করা হয়। উপজেলা পরিষদের বীর শ্রেষ্ঠ শহিদ মো. রুহুল আমিন মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধনা অতিথি হিসেবে উপস্থিত থেকে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ.এম ইব্রাহীম এসব চেক বিতরণ করেন।
উপজেলার বিভিন্ন এলাকার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত ২১জন রোগীর মাঝে ১০লক্ষ ৫০হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সান্তু রায়, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারন সম্পাদক আফম বাবু, থানার ওসি হারুন অর রশিদ প্রমুখ।
Все серии сезоны
мыслить как преступник смотреть онлайн бесплатно в хорошем качестве