নোয়াখালীর চাটখিলের ২নং রামনারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ বাহারের বাড়িতে ককটেল বোমা বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৬ জুলাই) রাতে কয়েকজন সন্ত্রাসী মোটর সাইকেল যোগে এসে এই বোমা বিস্ফোরনের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। এতে চেয়ারম্যানের বাড়ির লোকজন সহ আশপাশের লোকজনের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনার সময় বাহার চেয়ারম্যান বাড়িতে ছিলেন না। পরে তার মায়ের টেলিফোনে সংবাদ পেয়ে তিনি বাড়িতে আসেন।
এই ব্যাপারে হারুনুর রশিদ বাহারের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন তিনি সন্ত্রাসীদের বিরুদ্বে থানায় অভিযোগ দায়ের করবেন।
চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। চেয়ারম্যান লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।
2191
IranNews.ru
ненасытная сериал смотреть