আজ- শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ | ১৯শে পৌষ, ১৪৩১     

 আজ -শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫  | ১৯শে পৌষ, ১৪৩১ | ২রা রজব, ১৪৪৬                                                   রাত ২:৩১ - মিনিট |

 

HomeUncategorizedচাটখিলে ৭ মার্চ পালিত

চাটখিলে ৭ মার্চ পালিত

ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষ্যে আজ সোমবার দিনব্যাপী চাটখিল উপজেলা প্রশাসন সহ শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসা’র নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা উপজেলা প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।

উপজেলা সহ শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন প্রচার, রচনা ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। বিকেলে উপজেলা সভা কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চাটখিল পৌর মেয়র মো. নিজাম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, চাটখিল থানার ওসি (তদন্ত) হুমায়ন কবির, বিআরডিবি’র চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি মিজান), মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান ভূঁইয়া প্রমুখ।

সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষন, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

রিলেটেড আর্টিকেল

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ সংবাদ

রিসেন্ট কমেন্টস