চাটখিল থানা পুলিশ গতকাল শুক্রবার রাতে নারায়নগঞ্জ বন্দর থানাধীন ইস্পাহানী ফকিরবাড়ি থেকে বন্দর থানা পুলিশের সহযোগিতায় চাটখিলে ধর্ষন মামলার পলাতক আসামী গোলাম সরোয়ার কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রিকশা চালক গোলাম সরোয়ার চাটখিল উপজেলার ইটপুকুরিয়া গ্রামের মৃত ছালেহ আহমদের ছেলে।
চাটখিল থানার ওসি আবুল খায়ের জানান, গত ২৬ ডিসেম্বর ইউ.পি নির্বাচনের দিন ঐ গৃহবধূকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে খিলপাড়া ইউনিয়নের ইটপুকুরিয়া এক বাগান বাড়িতে র্ধষন করে। ধর্ষিতার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। এরপর থেকে সে পলাতক ছিলো। পুলিশ ইলেকট্রিক ডিভাইসে তার অবস্থান সনাক্ত করতে পারায় চাটখিল থানার এসআই শাহ আলম সঙ্গীয় ফোর্স সহ নারায়নগঞ্জ থেকে ধর্ষক গোলাম সরোয়ারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে আজ শনিবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।
секель
ничтоже сумняшеся
975
мыслить как преступник