পূর্বশিখা রির্পোট:
সোনাইমুড়ি উপজেলার দেওটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডা. মোস্তফা-হাজরা ফাউন্ডেশন আজ শুক্রবার সকালে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও অসহায় দরিদ্র পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করে। ফাউন্ডেশনের সদস্য গোলাম মুর্তুজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আওয়ামীলীগ নেতা কিং মোজাম্মেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিচুয়াল ট্রাষ্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. মনির হোসেন, সুপ্রীম কোর্টের আইনজীবী এড. মো. আমির হোসেন, ডা. মো. মাজহারুল ইসলাম, কডিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, নোয়াখলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. মানিক হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, ঢাকার হাজী আবদুল আউয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুল ওয়াদুদ, সমাজ সেবক আবুল হোসেন বাবুল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. সলিম উল্যাহ।
অনুষ্ঠানে ৫টি উচ্চ বিদ্যালয়, ৮টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি কিন্ডারগার্টেন স্কুলের ২শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরন করা হয়।
Новый сезон