আজ- সোমবার, ৮ই জুলাই, ২০২৪ | ২৪শে আষাঢ়, ১৪৩১     

 আজ -সোমবার, ৮ই জুলাই, ২০২৪  | ২৪শে আষাঢ়, ১৪৩১ | ১লা মহর্‌রম, ১৪৪৬                                                   সন্ধ্যা ৭:৫০ - মিনিট |

 

Homeগ্রাম-বাংলাসোনাইমুড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২০ দোকান পুড়ে ছাঁই

সোনাইমুড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২০ দোকান পুড়ে ছাঁই

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২০ দোকান আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে সোনাইমুড়ি ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আগুনের ভয়াবহতা বৃদ্ধি দেখে চাটখিল ফায়ার স্টেশন থেকে একটি গাড়ি ও চৌমুহনী ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি সহ ৩ স্টেশনের ৪টি গাড়ি নোয়াখালী জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অন্তত দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন।

স্থানীয় সূত্র জানায়, ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ একটি দোকানে আগুনের শিখা জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে ঐ আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সোনাইমুড়ী ফায়ার স্টেশনে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের ৩ স্টেশন যৌথভাবে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে কসমেটিকস, ফার্নিচার, চা দোকান, মুদি দোকান, রড সিমেন্ট দোকনসহ ২০টি দোকান পুড়ে যায়।

সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ রাকিবুল ইসলাম অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করেন। তবে ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে তিনি জানান।

রিলেটেড আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ সংবাদ

রিসেন্ট কমেন্টস