আজ- সোমবার, ৮ই জুলাই, ২০২৪ | ২৪শে আষাঢ়, ১৪৩১     

 আজ -সোমবার, ৮ই জুলাই, ২০২৪  | ২৪শে আষাঢ়, ১৪৩১ | ১লা মহর্‌রম, ১৪৪৬                                                   সন্ধ্যা ৭:১৯ - মিনিট |

 

Homeগ্রাম-বাংলাসংস্কার ও যন্ত্রপাতিহীন চাটখিল ফায়ার স্টেশন

সংস্কার ও যন্ত্রপাতিহীন চাটখিল ফায়ার স্টেশন

নোয়াখালীর চাটখিল ফায়ার স্টেশন ২০১৮ সালে উদ্ধোধন করার পর গত ৫ বছরে কোন সংস্কার করা হয়নি। নির্মাণকালে ব্যাপক অনিয়ম ও নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলে সীমানা প্রাচীর ধসে পড়েছে। মূল ভবনের অংশবিশেষ ধসে-ধসে পড়ছে। চলাচলের একমাত্র সড়কটিরও বেহাল দশা।

মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, চাটখিল ফায়ার স্টেশনে ফায়ার ফাইডার পদে ১৬জনের বিপরীতে রয়েছে ১২জন। দুটি গাড়ি ব্যতিত আগুন নিয়ন্ত্রণ বা নির্বাপনের জন্য কিংবা উদ্ধার কাজে ব্যবহৃত হাইড্রোলিক র‌্যাম জ্যাক, বিএ সেট, হাইড্রোলিক স্টেপার, কামেলা সহ কোন আধুনিক যন্ত্রপাতি নেই। ফলে বড় ধরনের অগ্নি দুর্ঘটনায় আগুন নিয়ন্ত্রণ বা নির্বাপনের সক্ষমতা এই স্টেশনের নেই। নিরাপত্তা ব্যবস্থায় নির্মিত সীমানা প্রাচীরগুলো ধসে পড়েছে। চাটখিল ফায়ার স্টেশনের মূল ভবনের সৌন্দর্য নষ্ট হয়ে ঝরে-ঝরে পড়ছে।

ফায়ার স্টেশনের কর্মীরা জানান, বৃষ্টি হলেই ক্যান্টিনে খাওয়া বা বসা যায় না। টিন ভেদ করে বৃষ্টির পানি ক্যান্টিনের ভিতরে চলে আসে। জরুরী ভিত্তিতে স্টেশনটির অবকাঠামো সংস্কার প্রয়োজন।

স্থানীয়রা জানান, রামগঞ্জ-চাটখিল-সোনাইমুড়ী সড়কের সংযোগ সড়ক চাটখিল ফায়ার স্টেশন ও চাটখিল সরকারি কারিগরি কলেজের একমাত্র চলাচলের রাস্তাটি। পাশাপাশি দুটি সরকারি প্রতিষ্ঠানের সড়কের বেহাল দশা জনপ্রতিনিধিরা দফা দফায় সড়কটি সংস্কার করার প্রতিশ্রুতি দিলেও এখনো সড়কটি সংস্কার হয়নি।

সড়কটি কাঁচা (মাটির রাস্তা) হওয়ায় বৃষ্টির দিনে এই সড়ক মরণফাঁদে রূপ নেয়। অগ্নি দুর্ঘটনার সংবাদে চাটখিল ফায়ার স্টেশন থেকে ফায়ার কর্মীরা গাড়ি নিয়ে বের হতে অত্যন্ত ঝূঁকি নিয়ে বের হতে হয়। একদিকে সড়কটি কাঁচা ও ছোট অন্য দিকে রামগঞ্জ-চাটখিল-সোনাইমুড়ী সড়ক থেকে অধিক নিচু। তাই স্থানীয়রা দ্রæত সড়কটি পাকা ও প্রশস্ত করে রামগঞ্জ-চাটখিল-সোনাইমুড়ী সড়কের সমান উঁচু করার দাবি জানিয়েছেন।

চাটখিল ফায়ার স্টেশনের স্টেশন অফিসার চন্দ্র শেখর গাইন জানান, তিনি এই স্টেশনে ২০২১ সালে যোগদানের পর অবকাঠামোগত সমস্যা সহ যাবতীয় সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন। তবে এখনো কোন সমাধান পাওয়া যায়নি।

রিলেটেড আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ সংবাদ

রিসেন্ট কমেন্টস