আজ- সোমবার, ৮ই জুলাই, ২০২৪ | ২৪শে আষাঢ়, ১৪৩১     

 আজ -সোমবার, ৮ই জুলাই, ২০২৪  | ২৪শে আষাঢ়, ১৪৩১ | ১লা মহর্‌রম, ১৪৪৬                                                   রাত ৮:২৯ - মিনিট |

 

Homeগ্রাম-বাংলাচাটখিল-সোনাইমুড়িতে ১৭ ইউনিয়নে আওয়ামীলীগ-১০, বিদ্রোহী-৪ ও স্বতন্ত্র ৩জন নির্বাচিত

চাটখিল-সোনাইমুড়িতে ১৭ ইউনিয়নে আওয়ামীলীগ-১০, বিদ্রোহী-৪ ও স্বতন্ত্র ৩জন নির্বাচিত

৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আজ বুধবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এই নির্বাচনে নোয়াখালী জেলার চাটখিল এবং সোনাইমুড়ীতে ১৭টি ইউনিয়নে আওয়ামীলীগ ১০, বিদ্রোহী ৪ এবং স্বতন্ত্র ৩জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিতরা হচ্ছেন, চাটখিলের শাহাপুর ইউনিয়নে জেএসডি নেতা আবদুল্যা খোকন (স্বতন্ত্র), রামনারায়নপুরে হারুন অর রশিদ বাহার (আওয়ামীলীগের বিদ্রোহী), পরকোটে বাহার আলম মুন্সি (আওয়ামীলীগ), বদলকোটে মো. সোলায়মান শেখ (আওয়ামীলীগের বিদ্রোহী), মোহাম্মদপুরে মেহেদী হাসান বাহালুল (আওয়ামীলীগের বিদ্রোহী), পাঁচগাঁও ইউনিয়নে সৈয়দ মাহমুদ তরুন (আওয়ামীলীগ), হাটপুকুরিয়া-ঘাটলাবাগে এসএম বাকী বিল্লাহ (আওয়ামীলীগ)।

অন্য দিকে সোনাইমুড়িতে জয়াগ ইউনিয়নে শওকত আকবর পলাশ (আওয়ামীলীগ), নদনা’য় হারুন অর রশিদ (আওয়ামীলীগ), চাষীরহাটে মোহাম্মদ হানিফ মোল্লা (স্বতন্ত্র), বারগাঁও ইউ.পি মাও. সাইয়েদ আহমদ (স্বতন্ত্র) , নাটেরশ্বরে মো. কবির হোসেন (আওয়ামীলীগ), বজরা’য় মো. মীরন অর রশীদ (আওয়ামীলীগ), সোনাপুরে মো. আলমগীর হোসেন (আওয়ামীলীগ), দেওটি’তে নুরুল আমিন (আওয়ামীলীগ), অম্বননগরে মো. আকতার হোসেন দুলু (আওয়ামীলীগ) এবং আমিশাপাড়া’য় খলিলুর রহমান সেলিম (আওয়ামীলীগ বিদ্রোহী)

এছাড়া চাটখিলের ৮নং নোয়াখলা ইউনিয়নে মামলা সংক্রান্ত জটিলতায় আগামী ১০ জানুয়ারী ভোট গ্রহন হবে। অন্য দিকে ৯নং খিলপাড়া ইউনিয়নে বিনাপ্রতিদ্বন্দিতায় আওয়ামীলীগের মনোনীত আলমগীর হোসেন চেয়ারম্যান পদে বেসরকারি পদে নির্বাচিত হয়েছেন।

 

রিলেটেড আর্টিকেল

82 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ সংবাদ

রিসেন্ট কমেন্টস