আজ- সোমবার, ৮ই জুলাই, ২০২৪ | ২৪শে আষাঢ়, ১৪৩১     

 আজ -সোমবার, ৮ই জুলাই, ২০২৪  | ২৪শে আষাঢ়, ১৪৩১ | ১লা মহর্‌রম, ১৪৪৬                                                   সন্ধ্যা ৭:১৩ - মিনিট |

 

Homeগ্রাম-বাংলাচাটখিলে সাংসদ এইচ.এম ইব্রাহিমের দিনব্যাপী কর্মসূচি

চাটখিলে সাংসদ এইচ.এম ইব্রাহিমের দিনব্যাপী কর্মসূচি

চাটখিলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাংসদ এইচ.এম ইব্রাহিম শনিবার (১৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহন করেন।

চেক বিতরণ: সকালে চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজনে অসহায় ও দুস্থ জনসাধারণের মাঝে চেক বিতরণ করা হয়। চেক বিতরণ উপলক্ষ্যে উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ এইচ.এম ইব্রাহিম ২৩ জনের মাঝে ১লাখ ৩২ হাজার টাকার চেক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন চাটখিল পৌর মেয়র মো. নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ.এম আলী তাহের ইভু, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. বেলায়েত হোসেন, সাধারন সম্পাদক নাজমুল হুদা শাকিল সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও ইউপি চেয়ারম্যানগণ।

অংশীজনদের সাথে মতবিনিময়: পরে দুপুরে চাটখিল উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারি, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ঈমাম, সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইউপি সচিব ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এইচ.এম ইব্রাহিম এমপি। উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা’র সভাপতিত্বে এই মতবিনিময় সভা জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে সাংসদ এইচ.এম ইব্রাহিম মাদক, দূর্নীতি, সরকারি সম্পদ রক্ষায় চাটখিল উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেন।

সেলাই মেশিন ও বেড বিতরণ: বিকেলে চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের দত্তেরবাগ এলাকায় ইসলামিক মিশন কর্তৃক সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। পরে চাটখিল পৌর শহরের মারকাজ মসজিদে বাদ আসর তাবলীগ মুসল্লীদের মাঝে এইচ.এম ইব্রাহিম এমপি উন্নত মানের বেড বিতরণ করেন।

রিলেটেড আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ সংবাদ

রিসেন্ট কমেন্টস