পূর্বশিখা রিপোর্ট:
নোয়াখালী চাটখিল উপজেলার রক্ত মন্দারহাঠে সরকারি সম্পত্তি দখল করে দোকান ঘর নিমার্ন করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গত সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট উপজেলার চাঁদপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে রবিউল হাসান রবিন অভিযোগ করেন।
অভিযোগে জানা যায়, উপজেলার মানিকপুর গ্রামের মোহাম্মদ উল্যার ছেলে হুমায়ুন কবির, সোলাইমান করিব, আয়াত উল্যা ও মো ইসমাইল দলবল নিয়ে প্রায় ৭/৮ মাস পূর্বে অবৈধ ভাবে সরকারি সম্পত্তি দখল করে দোকান ঘর নির্মাণের কাজ শুরু করলে তৎকালীন উপজেলার নির্বাহী অফিসার ঘটনাস্থলে গেলে কাজ বন্ধ করে তারা পালিয়ে যায়। আওয়ামী লীগ করকার পতনের পর আবার এখন তারা পুনরায় ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে দিনে রাতে কাজ শুরু করে। সরকারি সম্পত্তি রক্ষা করার জন্যে রবিউল হাসান রবিন সংশি¬ষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় সূত্রে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।