আজ- সোমবার, ৮ই জুলাই, ২০২৪ | ২৪শে আষাঢ়, ১৪৩১     

 আজ -সোমবার, ৮ই জুলাই, ২০২৪  | ২৪শে আষাঢ়, ১৪৩১ | ১লা মহর্‌রম, ১৪৪৬                                                   সন্ধ্যা ৭:৫৬ - মিনিট |

 

Homeগ্রাম-বাংলাচাটখিলে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান

চাটখিলে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান

নোয়াখালীর চাটখিলে বাবুল চৌধুরী চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) দুপুরে শিক্ষা উপকরণ ও মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। এই উপলক্ষ্যে বিষ্ণুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইউনির্ভাসিটি অব বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক আনোয়ারুল কবির। বিশেষ অতিথি ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আলী হোসেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, ডাঃ মাজহারুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কড়িহাটি ছালেমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল্যাহ, ওয়ান ব্যাংক চাটখিল শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, তালতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার পাল, সিংহবাহুড়া গার্লস একাডেমির প্রধান শিক্ষক উত্তম কুমার আচার্য্য, ফাউন্ডেশনের সাবেক সভাপতি মোঃ সোহাগ প্রমুখ। সভা পরিচালনা করেন ফাউন্ডেশনের সদস্য শফিকুল হাসান রিদন।বাবুল চৌধুরী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবুল হোসেন বাবুল জানান এই ফাউন্ডেশনের আত্মপ্রকাশের পর থেকে এলাকার ছাত্র ছাত্রীদের পড়া লেখার মানোন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এছাড়া ও দরিদ্র অবহেলিত জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নে সাহায্য সহযোগিতা করে আসছে।

সভা শেষে ২১জন শিক্ষার্থীর মাঝে আগামী ১বছরের অগ্রিম শিক্ষা বৃত্তি ও ৪শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

 

রিলেটেড আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ সংবাদ

রিসেন্ট কমেন্টস