আজ- সোমবার, ৮ই জুলাই, ২০২৪ | ২৪শে আষাঢ়, ১৪৩১     

 আজ -সোমবার, ৮ই জুলাই, ২০২৪  | ২৪শে আষাঢ়, ১৪৩১ | ১লা মহর্‌রম, ১৪৪৬                                                   সন্ধ্যা ৭:৫৯ - মিনিট |

 

Homeগ্রাম-বাংলাচাটখিলে যানজট নিরসনের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান-জরিমানা  

চাটখিলে যানজট নিরসনের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান-জরিমানা  

নোয়াখালীর চাটখিলে যানজট নিরসনের লক্ষ্যে  মঙ্গলবার (০৫ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালতি হয়। অভিযান পরিচালনা করেন চাটখিল উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম মোসা। এসময় চাটখিল বাজারে ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তার নির্দেশে পুলিশ সদস্য ও আনচার বাহিনীর সদস্যরা ফুটপাত দলখমুক্ত করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অভিযানে চাটখিল বাজারের নাজমু কসমেটিকস এর ভবন মালিক শফিক উল্যাহ ফুটপাত দখল করে দোতলার সিড়িঁ দেওয়ার দায়ে সিড়িঁ উচ্ছেদ ও ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা গতকাল সোমবার উপজেলার বদলকোট গ্রামে একটি বাল্য বিবাহ বন্ধ ও বাল্য বিবাহ দমন আইনে ১০হাজার টাকা জরিমানা আদায় করেন এবং আজ মঙ্গলবার সকালে চাটখিল পৌর শহরের ভীমপুরে একটি বাল্য বিবাহ মুচলেকা আদায় করে বন্ধ করেন।

রিলেটেড আর্টিকেল

17 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ সংবাদ

রিসেন্ট কমেন্টস