আজ- সোমবার, ৮ই জুলাই, ২০২৪ | ২৪শে আষাঢ়, ১৪৩১     

 আজ -সোমবার, ৮ই জুলাই, ২০২৪  | ২৪শে আষাঢ়, ১৪৩১ | ১লা মহর্‌রম, ১৪৪৬                                                   রাত ৮:২৯ - মিনিট |

 

Homeগ্রাম-বাংলাচাটখিলে ‘আলোর পথযাত্রী মোহাম্মদ হাসান’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

চাটখিলে ‘আলোর পথযাত্রী মোহাম্মদ হাসান’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

চট্রগ্রাম জেলার সাবেক জেলা প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ হাসান এর জীবন ও কর্মকীর্তির উপর চট্রগ্রামের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ড. আজাদ বুলবুল এর লেখা “আলোর পথযাত্রী মোহাম্মদ হাসান’’ নামক গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে চাটখিল উপজেলা সভা কক্ষে পৌর মেয়র মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকাশনা উৎসবের উদ্বোধন করেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ.এম ইব্রাহীম। পরে গ্রন্থের মোড়ক উম্মোচন করেন প্রধান অতিথি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. দিদার উল আলম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মোহাম্মদ হাসান এর জীবন ও কর্মকীর্তির উপর বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, বৃহত্তর করদাতা ইউনিটের কমিশনার মো. ইকবাল হোসেন, সেনবাগ সরকারি কলেজের অধ্যক্ষ এ.কে.এম মো. সেলিম চৌধুরী, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উজ্জল রায়। আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এহছানুল হক চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থের প্রনেতা ড. আজাদ বুলবুল।

প্রধান অতিথি সহ সকল বক্তরা সাবেক জেলা প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ হাসানের মত মানুষের কল্যানে কাজ করার জন্য সকলকে আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, সাংবাদিক, জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন চাটখিল মহিলা কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকি ফরহাদ।

রিলেটেড আর্টিকেল

14 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ সংবাদ

রিসেন্ট কমেন্টস