আজ- সোমবার, ৮ই জুলাই, ২০২৪ | ২৪শে আষাঢ়, ১৪৩১     

 আজ -সোমবার, ৮ই জুলাই, ২০২৪  | ২৪শে আষাঢ়, ১৪৩১ | ১লা মহর্‌রম, ১৪৪৬                                                   সন্ধ্যা ৭:১৮ - মিনিট |

 

Homeগ্রাম-বাংলাঅপরাধ দমন ও অভিন্ন মানদন্ডের মূল্যায়নে নোয়াখালীর শ্রেষ্ঠ ওসি আবুল খায়ের

অপরাধ দমন ও অভিন্ন মানদন্ডের মূল্যায়নে নোয়াখালীর শ্রেষ্ঠ ওসি আবুল খায়ের

নোয়াখালী জেলায় নভেম্বর মাসের অপরাধ দমন ও অভিন্ন মানদন্ডের মূল্যায়নে দশ জন পুলিশ অফিসারকে পুরষ্কৃত করলেন জেলা পুলিশ। এই উপলক্ষ্যে গতকাল রোববার সকালে জেলা পুলিশ লাইন্সে শহীদ কনস্টেবল মনিরুল হক হলে মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা। এতে চাটখিল থানার ওসি মো. আবুল খায়ের জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার গ্রহন করেন।

পুরস্কার প্রাপ্ত অন্যরা হলেন, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) এ এন এম সাইফুল ইসলাম খাঁন, সেনবাগ থানার ওসি মো. ইকবাল হোসেন পাটোয়ারী, সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন, কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন, বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম, সুধারাম মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নাজিম উদ্দিন, একই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জুয়েল আলম। এছাড়া পুলিশ হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. মো. আবদুর রহিম ও পুলিশ লাইন্সের পরিদর্শক মো. আনোয়ারুল করিমকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় চাটখিল থানার ওসি মো. আবুল খায়ের তার প্রতিক্রিয়া পূর্বশিখা কে জানান, অপরাধ দমনে আপোষহীন নীতিতে দায়িত্ব পালন করার ফলে তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। ভবিষ্যতেও তিনি অপরাধ দমনে আপোষহীনভাবে দায়িত্ব পালন করবেন।

রিলেটেড আর্টিকেল

43 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ সংবাদ

রিসেন্ট কমেন্টস