সোনাইমুড়ি থানার ওসি বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা সৃষ্টির উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার (২৬ জুলাই) জয়াগ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি উপস্থিত ছাত্রীদের অপ্রাপ্ত বয়সে কোন সম্পর্কে না জড়ানো, বাল্য বিয়ে ও ইভটিজিং বিরোধী বিষয়ে সচেতনতা মূলক পরামর্শ প্রদান করেন।
ওসি হারুন অর রশিদ জানান, বাল্য বিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা সৃষ্টির লক্ষে উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে তিনি ছাত্রীদের সচেতনতামূলক পরামর্শ প্রদান করবেন। এরই অংশ হিসেবে তিনি জয়াগ উচ্চ বিদ্যালয়েও শিক্ষার্থীদের সচেতনতা মূলক পরামর্শ প্রদান করেছেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
ханжа
Смотреть онлайн сериалы
волчонок фильм
шинчи легенда 10 колец смотреть онлайн