নোয়াখালীর সোনাইমুড়ির বজরা ইউনিয়নের দক্ষিণ আফ্রিকায় দুই প্রবাসী কে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল রোববার সন্ত্রাসীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ডুকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করে। সন্ত্রাসীদের গুলিতে নিহতরা হচ্ছেন সোনাইমুড়ির বজরা ইউনিয়নের বদরপুর গ্রামের মহিন উদ্দিনের ছেলে আরিফ হোসেন (২২) ও উপজেলার পোরকরা গ্রামের আবদুল লতিফের ছেলে মো. শুভ (২৪)। এই ঘটনা জানাজানির পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতদের পারিবারিক সূত্রে এই তথ্য জানা গেছে।
সোনাইমুড়ি থানার ওসি হারুন অর রশিদের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টা তিনি অবগত হয়েছেন তবে তাকে লিখিতভাবে কেউ কোন অভিযোগ জানাননি বা অবগত করেননি।
конгениальность
рик и морти смотреть онлайн