সোনাইমুড়ি থানা প্রাঙ্গনে কমিউনিটি পুলিশের সভাপতি আফম বাবু সভাপতিত্বে ও থানার ওসি হারুন অর রশিদের পরিচালনায় গতকাল রোববার বিকেলে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার শহীদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, সোনাইমুড়ি উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, নোয়াখালী বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজমুল হাসান রাজিব ।
প্রধান অতিথি পুলিশ সুপার শহীদুল ইসলাম সমাবেশে উপস্থিত সুধীজনদের পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ জানিয়ে বলেন, সুন্দর সমাজ গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।