সোনাইমুড়ি থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দেউটি ইউনিয়নের নবগ্রাম ডেগা হাজী বাড়ীর মেইন গেইটের খালি জায়গা হইতে অস্ত্র সহ ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, ঐ গ্রামের গফুর মাষ্টার বাড়ির মনির আহম্মদের ছেলে মোয়াজ্জেম হোসেন খোকন (২৬), সারকামতা আহম্মদ হাজী বাড়ীর মোহাম্মদ নুর হোসেনের ছেলে আবু নাছের সজীব (২৪) এবং পালপাড়া আবদুল বারেকের নতুন বাড়ির মো. শাহজাহানের ছেলে আমিনুল ইসলাম শাওন (২৩)। এসময় পুলিশ গ্রেফতারকৃতদের কাছ থেকে ০১টি দেশীয় তৈরী সচল একনালা বন্দুক, ০৪টি কার্তুজ ও ০৩টি মোবাইল ফোন উদ্ধার করে।
সোনাইমুড়ি থানার ওসি হারুন অর রশিদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে এবং শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
эпический
томный
Все сезон и серии
2422
фильм красавица и чудовище