নোয়াখালীর সোনাইমুড়িতে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (০২ আগস্ট) বিকেলে গ্রেফতারকৃতদের সোনাইমুড়ি থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার নদনো ইউনিয়নের কালুয়াই গ্রামের ফাহাদ হোসেন (১৯), নাহিদ (১৯), আজিম (২০)। এসময় গোয়েন্দা পুলিশ তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী পাইপগান উদ্ধার করে। জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম সোনাইমুড়ি থানায় মঙ্গলবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন।
এসময় তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্বে সোনাইমুড়ি থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে এবং তাদের কে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হবে।
яство
праздность
карточный домик сериал