নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে অজ্ঞাত এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মকিলা গ্রামের সোনাইমুড়ী টু ছাতারপাইয়া সড়কের ছড়াইল্লা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। তবে এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।
সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশিদ জানান, স্থানীয়দের সংবাদে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিল। রাতে রাস্তার পাশে হাঁটার সময় অজ্ঞাত কোন এক গাড়ি মহিলাটিকে ধাক্কা দিতে পারে। তবে ময়না তদন্তের রিপোর্ট আসলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এই ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং অজ্ঞাত নারীর লাশ সোনাইমুড়ি পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পৌর কর্তৃপক্ষ বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করবে।
2283
2005