পূর্বশিখা রিপোর্ট :
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নে নবনির্মিত ৩টি ব্রীজ উদ্বোধন করা হয়েছে। ব্রীজগুলো হচ্ছে জয়াগ রশিদিয়া আলিম মাদ্রাসার সংযোগ ব্রীজ, আমকি মিয়া বাড়ির রাস্তার সংযোগ ব্রীজ ও আমকি মহিলা আলিম মাদ্রাসার রাস্তার সংযোগ ব্রীজ। ব্রীজ ৩টি গত শনিবার দুপুরে এক – এক করে উদ্বোধন করেন নোয়াখালী -১ (চাটখিল ও সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
এসময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাইল হোসেন, সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগ সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল বাবু, চাটখিল পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি বজলুর রহমান লিটন, চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
ব্রীজগুলো উদ্বোধনকালে এইচ এম ইব্রাহিম উপস্থিত সকলকে আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরের উন্নয়ন কর্মকান্ডে চিত্র তুলে ধরে বলেন, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ কে সরকার গঠনের সুযোগ দিতে হবে।
এসময় তিনি উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নেত্রী যাকেই নৌকা মার্কায় মনোনীত করবে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।