স্বাস্থ্য বিভাগ সূত্র আরও জানায়, এখন পর্যন্ত বিভাগে করোনায় ১ হাজার ২৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৩২৫ জন মারা গেছেন। এ ছাড়া রংপুরে ২৯৩, ঠাকুরগাঁওয়ে ২৫১, পঞ্চগড়ে ৮০, নীলফামারীতে ৮৮, লালমনিরহাটে ৬৮, কুড়িগ্রামে ৬৮ ও গাইবান্ধায় ৬৩ জনের মৃত্যু হয়েছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম বলেন, দিন দিন করোনা শনাক্তের হার কমে এলেও করোনা প্রতিরোধে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা জরুরি।
Новый сериал
бумажный дом смотреть сериал