নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ১নং শাহাপুর ইউনিয়নের প্রবীন আওয়ামীলীগ নেতা, ৩ বারের নির্বাচিত সাবেক মেম্বার, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন আলম ভূঁইয়া (৭৮) গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজেউন)। শুক্রবার সকালে তার নিজ বাড়িতে জানাযা অনুষ্ঠিত হয়। তার জানাযায় স্থানীয় সংসদ সদস্য এইচ. এম ইব্রাহীম সহ স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। পরে জানাযা শেষে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। চাটখিল থানা পুলিশের একটি টিম উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায় এর উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা হুমায়ন আলম ভূঁইয়া কে গার্ড অব অনার প্রদান করে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, চাটখিল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, চাটখিল পৌরসভার মেয়র মো. নিজাম উদ্দিন( ভিপি নিজাম), চাটখিল প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শোয়েব হোসেন ভুলু, সাহাপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল্লাহ খোকন সহ স্থানীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
предвкушение
Просмотр сериалов