আজ শনিবার (২৭ নভেম্বর) সকালে নোয়াখালীর সুবর্ণচরের আবদুল্যা বাজারে মোটর সাইকেল ও বিদ্যুতের খুঁটিবাহী ভ্যানের সংঘর্ষে মোটর সাইকেল আরোহী সেনা বাহিনীর সদস্য রেদোয়ান হোসেন মিশু তফাদার (২৩) ঘটনাস্থালে নিহত হয়। রেদোয়ান চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ড সুন্দরপরের হুমায়ন কবিরের ছেলে। এসময় তার সঙ্গে তার ভগ্নিপতি মো. শরীফ হোসেন (২৭) গুরত্বর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সেনা সদস্য রেদোয়ান হোসেন ৮সিগন্যাল ব্যাটালিয়ান সিলেট সেনানিবাসে কর্মরত থাকাকালীন ৫দিনের ছুটিতে চাটখিলের বাড়িতে আসেন। বাড়িতে আসার পর শনিবার সকালে চাটখিল থেকে মোটর সাইকেল যোগে সুবর্ণচরের জোবায়ের বাজারে সেনাবাহিনীর এসএলবি ক্যাম্পে যান। ক্যাম্প থেকে ফিরে আসার পথে সুবর্ণচরের আবদুল্যা বাজারে পৌছালে বিদ্যুতের খুটিবাহি ভ্যানের ধাক্কায় রেদোয়ান ঘটনাস্থলেই নিহত হয়। রেদোয়ানের সাথে থাকা তার ভগ্নিপতি শরীফ কে স্থানীয়রা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার স্বাস্থ্যের অবনতি দেখে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করেন। রেদোয়ানের মৃত্যুতে চাটখিলে শোকের ছায়া নেমে আসে।
привередливый
Сезон