নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে মনজুরুল হায়দার জনি (৩৫) নামের এক বখাটের বিরুদ্বে। অভিযুক্ত জনি চাটখিল পৌর শহরের সুন্দরপুরের হারিজ ভবনের ভাড়াটিয়া। এই ব্যাপারে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ তাহমিনা বাদী হয়ে শুক্রবার (২২ জুলাই) বিকেলে চাটখিল থানায় জনির বিরুদ্বে অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে থানা মামলা গ্রহন করে।
মামলা সূত্রে জানা যায়, মনজুরুল হায়দার জনি নিজেকে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পরিচয় দিয়ে গত বুধবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ২য় তলার ১নং কেবিনে ভর্তি রোগী এক নারী (২৪) এর কেবিনে যায়। এসময় জনি ধর্ষনের চেষ্টায় ঐ নারীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করে। এতে ঐ নারী শৌর চিৎকার করলে স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা প্রহরী রবিন্দ্র চন্দ্র সেন দৌড়াই আসলে জনি দ্রæত পালিয়ে যায়। পরে ভিকটিমের অভিযোগের ভিত্তিতে ও স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা প্রহরীর সাক্ষীতে উপজেলা স¦াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খন্দকার মোশতাক আহমেদ ঐ দিনেই ৪সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে শুক্রবার বিকেলে চাটখিল থানায় অভিযোগ দায়ের করে।
থানার ওসি গিয়াস উদ্দিন জানান, অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হয়েছে এবং অভিযুক্ত মনজুরুল হায়দার জনি কে গ্রেফতার চেষ্টা চলছে।
что-нибудь
234
возьми меня штурмом смотреть онлайн бесплатно
видео онлайн сериалы музыка смотреть фильмы
site